আলমডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে অসীম সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ আটা বিক্রয়ের দায়ে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার আলমডাঙ্গার আসাননগরে মেসার্স অন্নপূর্ণা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগরে অবস্থিত মেসার্স অন্নপূর্ণা ট্রেডার্স দীর্ঘদিন বসুন্ধরা গ্রুপের ডিলার হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসা করে।

ব্যবসার আড়ালে বসুন্ধরা গ্রুপের মেয়াদ উত্তীর্ণ আটায় নকল মেয়াদ বসিয়ে বাজারজাত করছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চুয়াডাঙ্গা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। অভিযানে বসুন্ধরা গ্রুপের ডিলারের গোডাউনে মেয়াদ উত্তীর্ণ আটা পাওয়ায় ডিলার মালিক অসীম সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ আটা গুলো নষ্ট করে ও সিলের সরঞ্জামগুলো ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এস আই তারিফ সঙ্গী ফোর্স।