আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে দীর্ঘদিন যাবৎ মেহেরপুর জেলার  আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম নকল সার প্যাকেজিং করে বিক্রয় আসছে।

মঙ্গলবার হাটবোয়ালিয়া বাজার থেকে আলমসাধু যোগে প্যাকেজিং সার বিভিন্ন বাজারে বিক্রয়ের উদ্দেশ্য বের হচ্ছিলো।

এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর হাতে নাতে সার ভর্তি আলমসাধু আটক করে। পরে সার দোকান মালিক আনারুলকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করে। আলমসাধু ভর্তি সার জব্দ করে।

এদিকে, হাটবোয়ালিয়া বাজারে দবির উদ্দিনের ছেলে রিশান উদ্দীন ভ্যারাটিজ মালামালের ব্যবসা করে। একই দোকানে সার ঔষধের ব্যবসা করায় তাকে ২ হাজার টাকা জরিমানা গুনতে হয়।