আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ড, ২ লক্ষাধিক টাকার ক্ষতির আশংকা

আলমডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অসহায় দুই পরিবারের বসতবাড়ি পুড়ে ভস্কিভূত হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনাটি আজ মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার অভয়নগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় ১ টি ছাগলসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের অভয়নগর গ্রামের দিন মজুর কফিল উদ্দিনের স্ত্রী রাতে রান্না শেষে চুলায় খড়ি শুকাতে দেয়।

খড়ি শুকাতে দিয়েই ঘটে বিপত্তি। রাতেই ওই খড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে ছড়িয়ে পড়ে পাশে মাচাল দেওয়া বিচালিতে ও খড়ির গাদায়।

ত্রিব্য আগুনের কালো ধোঁয়াই চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ে। এলাকার সাধারণ লোকজন ছুটে আসে আগুন নেভানোর কাজে। ঘন্টা ব্যাপি আগুন নেভানোর চেষ্টা চালালেও নিয়ন্ত্রণ আনতে অপরাগত হয়ে পড়ছিলো এলাকাবাসী।

পরে, আলমডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের গতিময়তার কারণে ইতো মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সহর আলির ছেলে কালাম এর বাড়িতে। আগুনে পুড়ে যায় একটি ছাগল সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র। আগুনে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরের টিন ও বৈদ্যুতিক মিটার।

এ অগ্নিকান্ডের ঘটনায় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, গভির রাতে চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডের কারণে ২ টি অসহায় পরিবারের তিনটি ঘর পুড়ে ভস্কিভূত হয়েছে। আমিসহ এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে আগুন নিভিয়ে ফেলেছি। তবে, অসহায় পরিবারে আগুনের কারণে আনুমানিক প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।