আলমডাঙ্গায় মাটি কাটার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার রংপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রংপুর গ্রামের ইসমাইল হোসেনকে মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার খাদেমপুর ইউনিয়নের রংপুর গ্রামের শফিউল্লাহর ছেলে ইসমাইল হোসেন। তিনি দীর্ঘদিন যাবৎ পুকুর খননের নামে মাটি কেটে ভাটায় বিক্রয় করে আসছে।
প্রশাসনের চাপের কারণে সে মাটি ভিন্ন প্রক্রিয়ায় দিনের বেলায় না কেটে রাতে স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টর যোগে ভাটায় বিক্রয় করে।
এ কারণেই রাস্তায় কাঁদা মাটি পড়ে ত্রিব্য ধুলায় পরিণত হয়। মাটি পরিবহনের কারণে ব্যবহার করা হয় অতিরিক্ত ট্রাক্টর। এ ট্রাক্টর গুলো দ্রুত গামীতে চলাচল করায় সাধারণ লোকজন দুর্ঘটনার কবলে পড়ে।
এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) হুমায়ন কবির সঙ্গীয় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে রংপুর গ্রামের ইসমাইল হোসেনকে মাটি ব্যবস্থাপনা আইনে ৫০