আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড

আলমডাঙ্গার কেশবপুর গ্রামের মাদক ব্যবসায়ী এমদাদুলকে গাঁজা বিক্রি ও বহনের দায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেল ৪ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী কারাদন্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের রুহুল আমীনের ছেলে মাদক ব্যবসায়ী এমদাদুল হক দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর গ্রামের বাদলের দোকানের সামনে থেকে আটক করা হয় এমদাদুলকে। তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা।

আদালতের নিরাপত্তার দায়িত্ব পালন ও মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়া থানার এসআই সফিকুল ইসলাম জানান, এমদাদুল এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

গতকাল রবিবার বিকেলে কেশবপুর গ্রামের বাদলের দোকানের কাছ থেকে তাকে আটক করা হয়। গাঁজাও পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।