আলমডাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন, ১০ বছর পর আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন, ১০ বছর পর আসামি গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মোঃ অহিদুল ইসলাম (৪০) নামের পলাতক এক আসামিকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হাপানিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অহিদুল ইসলাম চিৎলা ইউনিয়নের হাপানিয়া এলাকার সিদ্দিক আলীর ছেলে। তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানায় একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. অহিদুল ইসলাম নিজের নাম-পরিচয় গোপন করে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার সকালে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ২০১১ সালের উপজেলার হাপানিয়া এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সহ পুলিশের নিকট গ্রেপ্তার হন অহিদুল। ছয় মাস পর জামিনে বের হয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সম্প্রতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করা হয়।