আলমডাঙ্গায় মাল্টা-বাগানে গাঁজা চাষ, ব্যবসায়ী আটক

আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দু’টি গাঁজা গাছসহ জমির আলি (৫৭) নামে এক গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের ডেমসারের মাঠের মধ্যে মালটা বাগান থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে জমির উদ্দীন।

গত ১ বছর পূর্বে বাড়ির পাশের ডেমসারের মাঠের মধ্যে মালটা লেবুর চাষ শুরু করে। এ সুযোগে সে বাগানের মধ্যে গাঁজা গাছ চাষও শুরু করে। বাগানের মধ্যে ২ টি গাঁজা গাছ প্রায় ১০/১২ ফিট উচ্চতা।

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম, এসআই জামাল, এসআই গাফ্ফার সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ডেমসারের মাঠের মধ্য থেকে ২ টি গাঁজা গাছসহ চাষীকে আটক করে।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ওসি ঢাকা আলমঙ্গীর কবির জানান, “গাঁজা বিক্রির উদ্দ্যেশে বাড়ির পাশের মাঠে মালটা লেবু বাগানের মধ্যে দু’টি গাঁজার গাছ লাগান জমির উদ্দিন । এরমধ্যে একটি গাঁজার গাছ ১০ ফিট ও আরেকটি ১২ ফিট উচ্চতা সম্পন্ন।