আলমডাঙ্গায় মাস্কবিহীন ২৪ জনকে জরিমানা

আলমডাঙ্গায় করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানায় মাস্কবিহীন ২৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার পৌর শহরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।

আদালত সূত্রে জানা গেছে, মার্চ মাস থেকে শুরু হওয়া করোনা মহামারি ৪ মাস অতিবাহিত হলেও এখনও আক্রান্তের হার উর্দ্ধমুখি রয়েছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। তবুও মানুষের মাঝে এখনও সেভাবে সচেতনতা গড়ে ওঠেনি।

অনেকেই মাস্কবিহীন বাড়ি থেকে বের হয়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। মানুষের মাঝে সচেতনতা তৈরী করতে বুধবারে এরকম ২৪ জনকে জরিমানা করা হয়েছে। এ সময় আদালতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন থানার এসআই সুফল।

একই সময়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নেতৃত্বে পৌর শহরে অটোচালক, মোটরসাইকেল চালক ও ভ্যান চালকরা স্বাস্থ্যবিধি না মানায় তাদের বেশকিছু বাহনকে জব্দ করে থানায় আটক রাখা হয়।