আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা ও মুক্তিযুদ্ধাদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টারদিকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী মল্লিক এর সভাপতিত্বে এবং খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় স্থানীয় বধ্যভুমি সংলগ্ন ছাউনিতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়ীত ঘটনা সম্পর্কে বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, হাজী আনিছ, ডা. লিয়াকত আলী, খোসদেল আলী, আব্দুল মালেক, খন্দকার শাহ আলম মন্টু, সিরাজুল ইসলাম, সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও সন্তান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কন্যা আলমডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। মুক্তিযোদ্ধারা উপস্থিত সকলের সামনে তাদের যুদ্ধ কালীন ইতিহাস তুলে ধরেন। বর্তমান ও আগামী প্রজন্মের নিকট মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস তুলে ধরার মাধ্যমেই জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।

মু্ক্িতযুদ্ধের চেতনা বাস্তবায়নে এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর উদ্যোক্তা ও সভাপতি মাসুদুল করিম অরিয়ন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি একজন প্রকৃত মুক্তিযোদ্ধার অবশ্যই একটি বীরত্ব গাঁথা বা যুদ্ধ কালীন ইতিহাস রয়েছে যা প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে এবং আমরা বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ অনুসারী বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা সংরক্ষণ ও নতুন প্রজন্মদের নিকট তুলে ধরছি বিভিন্ন স্কুলে ও কলেজ প্রোগ্রামের মাধ্যমে। এই পর্যন্ত আমাদের সংগঠন বাংলাদেশের প্রায় ৩হাজার ৪শত স্কুল ও কলেজে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে।

এছাড়াও আমরা মুক্তিযোদ্ধাদের সামাজিক ভাবে প্রতিষ্ঠা, ভুয়া সনাক্তকরণ ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা, সাংবিধানিক স্বীকৃতি সহ জামুকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল পদে মুক্তিযোদ্ধার প্রজন্মদের যোগ্যতার ভিত্তিতে কর্ম সংস্থানের দাবিতে আমরা অবিরত কাজ করে যাচ্ছি।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম (রতন), সহ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিমন মল্লিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদ সর্দার ও লিটন শেখ।

উদ্বুদ্ধকরণ কর্মশালা শেষে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে লালা সবুজ বাংলাদেশের পতাকা নিশান সংগঠনের ওয়েবসাইট এড্রেস খুদিত কলম উপহার দেবার পর আলমডাঙ্গা উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে কাজী মারজাহান নিতু, এবং যুগ্ম-আহবায়ক হিসেবে শরিফুল ইসলাম সুমন, মোল্লা মেজবাহ উদ্দিন রিপন, সৈকত খান এবং সদস্য সচিব হিসেবে মো: মীর লিন্টু কে মনোনীত করে আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক লিমন মল্লিক কে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বভার অর্পন করা হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি