আলমডাঙ্গায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বুধবার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামসুজ্জেহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইন, ইন্সট্রাকটর জামাল উদ্দীন, মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার আখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সেক্রেটারি হামিদুল ইসলাম আজম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আজিজুল হাকিম প্রমূখ।

এদিকে, গত ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাপনী অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্টান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।