আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। করোনাভাইরাসের কারণে কর্মসূচিতে এসেছে কিছুটা পরিবর্তন। বন্ধ করা হয়েছে কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠান। বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়।

বুধবার সকালে হাইরোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার লিটন আলি, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান জোয়াদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভুমি, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঙ্গীর কবির,থানার ওসি তদন্ত মাসুদুর রহমান।

এরপর বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও থানার ওসি।