আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে। গতকাল রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি সকাল ৭ টার দিকে র‌্যালী সহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, প্রধান বক্তা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভুমি হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায়, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ।

উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী তুষার কান্তি, রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা বিআরডিবি অফিসার সায়লা শারমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা মৎস অফিসার কামরুন্নাহার আখি,

উপজেলা প.প কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন, আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, ওয়াজেদ আলী মাস্টার, ভিডিবি কর্মকর্তা সাইদুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মুঞ্জুরুল ইসলাম বেলু,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, প্রভাষক রফিকুল ইসলাম, তাপস রশিদ প্রমুখ।
সভায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

সংগীত পরিবেশন করেন কলা কেলাকেন্দ্র, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক শিল্পি গোষ্টি, ও স্প্রিন্টাস সাংস্কৃতিক গোষ্টি। চিত্রাঙ্কন ও কবিতা আবৃতিতে অংশ নেয় বালিকা বিদ্যালয়, কলেজিয়েট স্কুল, সরকারি উচ্চবিদ্যালয়, ব্রাইট মডেল স্ক্লু, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন।