আলমডাঙ্গায় লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

সরকার ঘোষিত ‘কঠোর’ লকডাউনের প্রথমদিন শুক্রবার সকাল থেকেই আলমডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। ওষুধের দোকান, ফলের দোকান, খাবারের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিনা কারণে শহরে প্রবেশকারীদের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে । সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে আলমডাঙ্গা উপজেলার শহরসহ ১৫টি ইউনিয়নে লকডাউন কার্যক্রমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কঠোর লকডাউনে দায়িত্ব পালন করছেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গতকাল শুক্রবার লকডাউন বাস্তবায়নের লক্ষে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর ও সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির বাদশার পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ২২ শ টাকা জরিমানা করেন।