আলমডাঙ্গায় লকডাউন উপেক্ষা করায় ১৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত আট দিনের সর্বাত্মক লকডাউনে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউএনও ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল ও সহকারি কমিশনার (ভূমি) হুমায়ন কবির বাদশা উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তারা তাকে সহায়তা করেন।
লকডাউন উপেক্ষা কারে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা, ভ্যানে অতিরিক্ত যাত্রী বহনসহ মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরির পাশাপাশি লাইসেন্স না থাকার অপরাধে ৯ জনকে দণ্ডিত করে ৭ হাজার ২ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, লকডাউন না মেনে দোকান খুলে ব্যবসা ও নিষেধাজ্ঞার পরও ঘোরাঘুরি করায় ৫ জনকে ৩ হাজার ৬শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির বাদশা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে।