আলমডাঙ্গায় সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সংবর্ধনা সভায় এমপি ছেলুন

আলমডাঙ্গায় সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সংবর্ধনা সভায় এমপি ছেলুন

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার আয়োজনে ৪র্থ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা, দাখিল, আলিম ও এসএসসি (ভোক)-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনা, দাখিল, আলিম ও এসএসসি (ভোক)-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, তিনি বলেন,আমরা প্রায় বলে থাকি শিক্ষাই জাতীর মেরুদন্ড,তাইতো শিক্ষার কোন বিকল্প নেই।ফব্রুয়ারী মাস হচ্ছে ভাষার মাস,পৃথীবির খুব কম দেশ আছে,যারা ভাষার জন্য জীবন দিয়েছে,কিন্ত বাঙলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে তাদের ভাষার দাবি ছিনিয়ে এনেছিল,১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী আমরা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করে থাকি।সেদিন পত্রিকায় দেখলাম হাইকোর্টের একজন বিচারপতি গত ১ ফেব্রুয়ারী একটি বিচারের রায় বাংলায় লিখেছেন,আমি এই সভা থেকে উনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।বর্তমানে একজন শ্রমিক,পা ফাটা কৃষক,ভ্যানচালক সকলেই কিন্ত তার সন্তানকে শিক্ষিত করতে চাই।তবে আমি শিক্ষকদের বলব,আপনারা কিন্ত লক্ষ রাখবেন তারা ঠিক মত লেখা পড়া করছে কিনা না।তাদের প্রতি খেয়াল রাখতে হবে।আর একটা কথা তোমাদের বলতে চাই,লেখাপড়ার পাশাপাশি তোমরা খেলা ধুলা শিখবে,এতে তোমাদের শরীর ও মন দুটোই ভাল থাকে। একজন খেলোয়াড়ের জন্য পৃথিবীর সমস্ত মানুষ সেই দেশকে চিনে থাকে,যেমন আর্জেন্টিনার মেসির জন্য তোমরা আর্জেন্টিনাকে চিনেছো,খেলার সময় সেই দেশের পতাকা এই দেশে টাঙাচ্ছো,পেলের জন্য ব্রাজিল কে চিনেছি,বাংলাদেশের ছেলে,মেয়েরা ক্রীকেট ভাল খেলে,সাকিব আল হাসানের জন্য বিশ্বের মানুষ কিন্ত বাংলাদেশকে নতুন করে চিনছে।সুশিক্ষায় শিক্ষিত হতে হলে শুধু পুথিগত বিদ্যায় পারদর্শী হলে চলবে না,পুথিগত বিদ্যার পাশাপাশি তোমাদের অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।তবে,তোমাদের বিজ্ঞান বিষয়ে পারদর্শি হতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তালে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, ঠান্ডু রহমান, সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আলমডাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত) শেখ গণি মিয়া, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, বাড়াদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও শিক্ষক মহাসিন কামাল।