আলমডাঙ্গায় স্কুল ছাত্রীকে শ্লীনতাহানির অভিযোগ, আটক-১

আলমডাঙ্গায় ২শত টাকার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে শ্লীনতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে ভাংবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামে এ ঘটনা ঘটে।
শ্লীনতাহানি চেষ্টার অভিযোগে খাইরুল (৪৫) নামের একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামের তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী দুপুরে মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়।
এ সময় স্কুল ছাত্রীকে মাঠে একা পেয়ে নান্দবার গ্রামের মৃত নফল মন্ডলের ছেলে খাইরুল সুযোগ বুঝে কুপ্রস্তাব দেয়।
সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক ২শত টাকা দিয়ে ভুট্টা ক্ষেতে অনৈতিক কাজের জন্য টেনে নিয়ে যায়। স্কুল ছাত্রীর চিৎকারে মাঠের উপস্থিতি লোকজন ছুটে আসে।
লম্পট খাইরুল মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। স্কুল ছাত্রীর স্বীকারোক্তিতে এলাকাবাসী খাইরুলকে আটক করে। পরে, সাধারণ লোকজন গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
গতকাল সোমবার রাত ৯ টার দিকে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির বলেন, স্কুল ছাত্রীর সাথে শ্লীনতাহানির অভিযোগে খাইরুল নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। রাতেই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছে।