আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর আসাননগর ব্রীজের নিকট সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহত আলমগীর হোসেন কুষ্টিয়ার আবদালপুর গ্রামের মৃত শামসুল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে কুষ্টিয়া থেকে আসা একটি গরুটানা ট্রলির চাকা সড়কের একটি গর্তে আটকে গেলে পেছন থেকে আসা একটি পাওয়ারটিলার ওই ট্রলিকে ধাক্কা দেয়। এতে আলমগীর হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কের উপর পড়ে যান।

পেছনের পাওয়ারটিলার নিয়ন্ত্রণ হারিয়ে আলমগীর হোসেনের শরীরের উপরে উঠে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। গরুটানা ট্রলিটি কুষ্টিয়ার আবদালপুর গ্রাম থেকে গরু নিয়ে আলমডাঙ্গার পশুহাটে আসছিল।

এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আশরাফুল ও ফিরোজ হোসেন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাওয়ারটিলারটি হেফাযতে নেয় এবং নিহত আলমগীর হোসেনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘাতক পাওয়ারটিলারটিকে থানায় নিলেও এর চালক পলাতক রয়েছে।