আলমডাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার নির্দেশ

আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো ব্যানার-ফেস্টুন, পোস্টার, তোরণ, দেয়াল লিখন ও বিলবোর্ড নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা।

গত সোমবার দুপুর ১২ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৯শে জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে কেউ চাইলে পরবর্তী সাত দিনের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ১৪ ই ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা তারেক আহমেদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র গ্রহণকারী সবাইকে ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণ, দেয়াল লিখন এবং বিল বোর্ডসহ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

আজ বুধবার এর মধ্যে সব ধরণের প্রচার-প্রচারণা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।