আলমডাঙ্গায় ৩১ টি পূজা মণ্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আলমডাঙ্গায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা গতকাল বৃহস্পতিবার সষ্টমীর মধ্য দিয়ে মণ্ডপে উঠেছে। আজ শুক্রবার সপ্তমী। তবে বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার দূর্গাপূজা ধর্মীয় রীতি-নীতির আবহের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বাড়তি কোন আয়োজন থাকছে না। উৎসব উপলক্ষে প্রতিবারের মত গান-বাজনা ও প্রাচীন ঐতিহ্য পূজাকে ঘিরে আড়ংয়ের আয়োজন থাকছে না এবার। তবে পৌরসভাসহ উপজেলার ৩১টি পূজা মণ্ডপে থাকবে কড়া পুলিশী নিরাপত্তা প্রহরা।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গা থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। পৌরসভার ১১ টি পূজামণ্ডপসহ উপজেলার মোট ৩১ টি পূজা মণ্ডপকে একই নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখা হবে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের কড়া দিক নির্দেশনা দিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হবে। এ জন্য পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, এবার করোনাকালীন দূর্গোৎসবে সন্ধ্যার পর মণ্ডপে দর্শনার্থিদের ঢুকতে দেয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজার্চনা করার নির্দেশনা দেওয়া আছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করব। উপজেলায় মোট ৩১ টি পূজা মণ্ডপে পূজার্চনা হবে। সবদিক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভাল বলে তিনি জানান।

ডাক্তার অমল কুমার বিশ্বাস আরও বলেন, এবার আমরা মা দূর্গার কাছে দেশসহ বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনা থেকে মানুষের মুক্তি কামনা করব। তিনি শারদীয় দূর্গোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহযোগীতা কামনা করেন।