আলমডাঙ্গায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

আলমডাঙ্গায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে ডাউকি ও কালিদাসপুর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচি কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস। এছাড়া একযোগে ১৫ টি ইউনিয়নে কর্মসূচির কাজ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকা, পিআইও সহকারী মহাসিন মোড়ল সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে উপজেলার ১৫টি ইউনিয়নে রাস্তার কাজ একযোগে শুরু হয়েছে। এতে ৪০ দিনের কর্মসূচিতে দৈনিক ৪’শ টাকা করে ১৩’শ জন শ্রমিক কাজ করছে। এতে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮ লাখ টাকা।