আলমডাঙ্গা আইলহাস ইউনিয়নের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর” বাস্তবায়নে আইলহাঁস ইউনিয়নে ২নং ওয়ার্ডে সকাল হতে রাস্তাঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

গতকাল শনিবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী আইহাস ইউনিয়ন পরিষদে পৌছালে ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক।

এ ছাড়াও উপস্থথিত ছিলেন ইউপি সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, হানিফ আলী, আজিজ আহম্মদ সুজন, টিটন আলী, বখতিয়ার হোসেন, আইনুদ্দিন, তারাচাদ, ওল্টু মিয়া, মহিলা সদস্য ফরিদা পারভীন, হাবিবা বেগম, সগরি খাতুন, উম্মে ছালমা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি নির্বাবী অফিসার ইউনিয়নের গুরুত্ব পুর্ণ জায়গায় ডাস্টবিন দিয়ে ময়লা আবর্জনা ফেলার আহবান জানান। স্কুল, বাজার, ইউনিয়ন পরিষদ চত্তর, সহ গুরুত্ব পুর্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলার জন্য অনুরোধ করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক এর সহয়তায় ডাস্টবিন তৈরি করে তা বিতরণ করা হয়েছে।

এছাড়া নির্বাহী অফিসার ছাত্র- ছাত্রীদের বাল্যবিবাহ, অপরিষ্কার বিরুদ্ধে শপথ পাঠ করানো হয়েছে।

তিনি ধারাবাহিক এরুপ অভিযান পরিচালনার জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।