আলমডাঙ্গা আইলহাস গ্রামের অন্তুর বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রী কে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত স্কুল ছাত্রীকে মানবতা ফাউন্ডেশনের আইনি সহায়তায় প্রদান করবে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের মধুর ছেলে অন্তু (২০) ও তার ২/৩ জন বন্ধুর সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবীলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের এক দরিদ্র কৃষকের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করে গত ৭ই সেপ্টেম্বর। ঘটনাটি ঘটে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৩ নং গেটে।
মামলার এজাহার থেকে জানা গেছে, মেয়েটি স্কুলে যাওয়া-আসার পথে বখাটে হোটেল বয় অন্তু প্রতিদিন উত্যক্ত করতো। অন্তু সরোজগঞ্জ বাজারে এক হোটেলে কাজ করে।মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রতিদিন বিরক্ত করে। মাত্র ১৩ বছরের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অন্তু তার বন্ধুদের সহোযোগিতায় স্কুল গেট থেকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পথচারীদের ভাস্যমতে জানতে পারা যায়, আইলহাস গ্রামের মধুর ছেলে অন্তু তার মেয়েকে তুলে নিয়ে গেছে। অন্তুর পিতার সাথে যোগাযোগ করা হলে, তিনি সুস্থ শরীরে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। মধুর বাড়িতে গিয়ে দেখা যায় তারা পালিয়ে গেছে। মেয়ের পিতা আত্মসম্মানের ভয়ে গোপনে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের দারস্থ হয়। চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের আইনি সহায়তায় ভিকটিমের পিতা গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।
মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার বরাবর আইনি সহায়তা চেয়ে আবেদন করেন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান। এ সময় বাদীর পাশে উপস্থিত ছিলেন, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার, সংস্থার মানবাধিকার সেলের প্রধান সমন্বয়কারী রউফুন নাহার রিনা, তথ্য কর্মকর্তা অ্যাড: নওশের আলী, অপারেশন অফিসার অ্যাড: জীল্লুর রহমান জালাল, লিগ্যাল এইড সেলের মুখ্য সমন্বয়ক অ্যাড: শামীমুর রহমান সবুজ, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু, শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা মোঃ ইনতাজ, মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর।
মানবতা ফাউন্ডেশন ভিকটিম এর পিতা এজাহারকারী ও ভিকটিমকে যাবতীয় আইনি সহায়তা দেবে। দ্রুত ভিকটিম উদ্ধারের বিষয়ে চুয়াডাঙ্গার মাননীয় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন মানবতা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার।