
আলমডাঙ্গা লালব্রীজ মোড়ে প্রতিষ্ঠিত আল্লার দান হোটেলে গভীর রাতে চোর ঢুকে হোটেলে থাকা টাকা চুরি করে নিয়ে গেছে। গতকাল আলমডাঙ্গা বনিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে চুরির ঘটনা লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে।তার অভিযোগে জানাগেছে,গত ১৩ নভেম্বর গভীর রাতে
চোরচক্র তার লাল ব্রীজ মোড়ের আল্লার দান হোটেলে ঢুকে ক্যাশবাক্স ভেঙ্গে ক্যাশে থাকা টাকা ও দুইটি মাটির ব্যাংকে রাখা লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে,যা সিসিটিভি ফুটেজ দেখা গেছে। হোটেল মালিক হাফিজুর রহমান জানান, আমি প্রতিদিনের মত গতকালও দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছি। সকালে হোটেল খোলার পর জানতে পারি চোর আমার হোটেলে ঢুকে টাকা চুরি করে নিয়ে গেছে।
সে জানায়, প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। হোটেল মালিক হাফিজুর থানায় অভিযোগ দায়ের করলে থানার তদন্ত কর্মকর্তা হোটেলে তদন্ত করেছেন। আল্লার দান হোটেলে চুরির ঘটনায় অত্র এলাকার অন্যান্য ব্যাবসায়িগণ বেশ আতঙ্কিত হয়ে পড়েছে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান পিপিএম জানান, আমরা চুরির ঘটনা তদন্ত করছি, অচিরেই চোর চক্র কে ধরতে সক্ষম হবো।