
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর নিবাসী বিশিষ্ট ইটভাটা মালিক, হার্ডওয়্যার ব্যবসায়ী ও সাবেক আলমডাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি মজিবর রহমান আজ শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার এক ছেলে (সোহাগ) ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাকে একনজর দেখার জন্য দলে দলে লোকজন, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনেরা ছুটে আসেন।
তার মৃত্যুতে শোকাভিভূত হৃদয়ে শোকপ্রকাশ করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু মিঞা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপি’র সভাপতি আজিজুল হক পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওলটু, সাহিত্য পরিষদের সভাপতি ওমোর আলি মাষ্টার, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার প্রমুখ।
আজ শুক্রবার বাদ আসর জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন হবে গোবিন্দপুর জান্নাতুল বাকী কবরস্থানে। মজিবর রহমানের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন তার পরিবার ও আত্মীয়স্বজন।