আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০(বিশ) পিচ টেপেন্ডাল ট্যাবলেট উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আলমগীর কবীর, আলমডাঙ্গা থানা সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটি ও মাদক বিরোধী অভিযানকালে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর গ্রামের মোল্লা মৎস প্রকোল্প এর সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী গোবিন্দপুর পূর্বপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ মিজানুর রহমান চঞ্চল(২৮) কে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডল ট্যাবলেট সহ গ্রফতার করে।
পরে তার কাছ থেকে উদ্ধারকৃত আলামত গতরাত ১১ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।