
সত্য সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানবজাতির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। বিপদতারিণী মাতা দশ হাতে দশ অস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন অসুর দমনে। মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেন। জগৎ সংসার তার প্রতিদানস্বরূপ আবহমানকাল ধরে অখণ্ড জনপদে তার পূজা-অর্চনা করে আসছে। বাংলাদেশ সেই অখণ্ড অংশের সনাতনী হিন্দুগণের উপাস্য দেবী দুর্গার পূজা হয়ে থাকে প্রতিবছর।
আলমডাঙ্গা উপজেলায় সংখ্যালঘু এই সনাতনী হিন্দুগণের আরাধনায় স্থান পেয়েছে মাতা জগদ্ধাত্রী অভিন্নরূপে দুর্গা মাতা। আলমডাঙ্গা উপজেলায় এ বছর মোট ৩৫টি পূজামণ্ডপ আলোকসজ্জায় মা দুর্গার মৃন্ময়ী মূর্তি বিভিন্ন রূপের ডালি সাজিয়ে আগমন ঘটেছে ঘোড়ার পিঠে চড়ে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি মণ্ডপে প্রতি ছয় হাজার টাকা অনুদান হিসেবে সকল মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দিয়েছেন। সেই সঙ্গে নির্বিঘ্নে পূজা সম্পন্নকরণে সকল সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।