আলমডাঙ্গায় নন-এমপিওভুক্ত শিক্ষক জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গায় নন-এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং ডিআই-এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণার পর জোটের সদস্য সচিব দেওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠানে ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রতিবাদে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, বিপ্লব হোসেন, আব্বাস উদ্দিন, কোরবান আলী, রফিকুল ইসলাম, আশরাফুল হক, আমিরুল ইসলাম, মহসিন আলী, আকলিমা খাতুন, আয়ুব আলী, আব্দুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।