আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মেয়র পদে ৪ জন, সংরক্ষিত আসনে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গতকাল রোববার বিকেল ৫ টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদির গনু, বিএনপির মীর মহিউদ্দিন, স্বতন্ত্র এম সবেদ আলী ও স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক মনোনয়ন পত্র জমা দেন।

বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু দলীয় অফিস থেকে নেতা কর্মীদের নিয়ে নির্বাচন অফিসে যান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম-সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, পৌর যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ার এ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, পৌর সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক,

কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, জেলা মৎসজীবী লীগের আহবায়ক শাহাবুল হক, উপজেলা আহবায়ক রেজাইল ইসলাম, কৃষকলীগ নেতা আজিজুল হক,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাহার, মোজাম্মেল হক, আব্দুল গাফ্ফার, কৃষকলীগ নেতা সাহাবুল হক, সাজ্জাদুল হক স্বপন, মোনাউল্লাহ, প্রমুখ।

পরে নির্বাচন কর্মকর্তা এজিএম মোস্তফা ফেরদৌসের হাতে মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে, রবিবার বেলা ২ টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মীর মহিউদ্দিন দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচন অফিসে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা শরীফুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, মীর ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, সিরাজুল হক মনি, মাহাবুল মেম্বর, মহাসিন আলী, কনক, মীর উজ্জল, সামসুল হক, আয়ুব হোসেন, ইয়াকুব আলী, খাইরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সেলিমুল হাবিব প্রমুখ।
পরে নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

অন্যদিকে, রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু জিহাদ লাকচু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, আব্দুল লতিফ প্রধান প্রমুখ।

অন্যদিকে বিকেলে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী তার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলহাহ্ব মীর আনিসুজ্জামান আনু মিয়া, মীর মনিরুজ্জামার, আলহাজ রফিকুল ইসলাম মুকুল, আলহাজ শহিদুল ইসলাম মন্ডল, সেকেন্দার আলী, উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সিদ্দিকুর রহমান, আনিস, মন্টু মিয়া।

প্রথম বারের মত ইভিএমে ভোট হচ্ছে। আলমডাঙ্গা পৌরসভার, নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন কর্মকর্তা এজিএম মোস্তফা বলেন, ইভিএম পদ্ধতিতে কোন অনিয়ম হবার সুযোগ নেই। এটা একটা স্বচ্ছ নির্বাচন পদ্ধতি। সবাই সহজেই ভোট দিতে পারবেন।