আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম তফসিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন।
তফসিল অনুযায়ী ১৩ আগস্ট ভোটার তালিকার আপত্তি দাখিল ও নিস্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫ ও ১৬ আগস্ট মনোনয়নপত্র বিক্রি, ১৮ আগস্ট দাখিল, ১৯ আগস্ট যাচাই-বাছাই ও আপত্তি নিস্পত্তি, ২০ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার, ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ৩০ আগস্ট ভোট গ্রহণ হবে।
তফসিল ঘোষণায় উপস্থিত ছিলেন, আহ্বায়ক শাহ আলম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, অ্যাডভোকেট সহিদুল ইসলাম, শেখ শফিউজ্জান, জামসেদুল হক মুনি, বশিরুল আলম, সাহাবুল জক, রুনু খন্দকার, কাইরুল মামুন, আতিক বিশ্বাস, ফাহিম ফয়সাল, জাফর জুয়েল, কবি গোলাম রহমান, রিফাজ উদ্দিন, শামিম রেজা, আবু জাফর, হাসিবুল হক, মহাসিনুজ্জামান চাঁদ, রুহুল আমিন, কবি এম সিদ্দিকুর রহমান, মহসিন আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।