
যুব অধিকার পরিষদের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চুয়াডাঙ্গা জেলার আওতাধীন আলমডাঙ্গা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইবনুর রশিদ মাসুকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ৩ মাসের জন্য এই আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. সরোয়ার উদ্দিনের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলমডাঙ্গা কোর্টপাড়া নিবাসী নির্বাচন অফিস কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল মমিন।
নবগঠিত কমিটির সকলেই চুয়াডাঙ্গা জেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো আগামী এক সপ্তাহের মধ্যে আলমডাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের কমিটি দেওয়া হবে বলে জানানো হয়েছে।