
আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা–২০২৬ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল কলেজের খেলার মাঠে চূড়ান্ত ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং ক্রীড়া পতাকা নামানোর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ড. মো. মাহবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মনয়েম এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ছরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সেক্রেটারি ও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মহিতুর রহমান এবং সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক ও সাংস্কৃতিক চেতনা গঠনে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক সাঈদ মোহাম্মদ হিরন। সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার ফলাফল ক্রীড়ার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক ইভেন্টেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সফল এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আগ্রহ আরও বাড়াবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।