
আলমডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬–এ দ্রুততম মানব ও মানবীর খেতাব অর্জন করেছেন তৌফিক আহম্মেদ ও মুসফিকা।
ছাত্রদের মধ্যে মানবিক বিভাগের তৌফিক আহমেদ ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততার সাথে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করে দ্রুততম মানবের খেতাব জয় করেন। একইভাবে, ছাত্রীদের মানবিক বিভাগ, দ্বাদশ শ্রেণির মুসফিকা ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে দ্রুততম মানবীর খেতাব অর্জন করেন।
উভয় বিজয়ীকে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সৌজন্যে ট্রফি প্রদান করা হয়েছে। তাদের এই সাফল্য ক্রীড়াঙ্গনে উদ্যম ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মনয়েম এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ছরোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সেক্রেটারি ও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মহিতুর রহমান এবং সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালায় ছিলেন, সিনিয়র প্রভাষক ডক্টর মাহবুব আলম। গত বৃহস্পতিবার কলেজ চত্বরে এই পুরস্কার প্রদান করা হয়।