খোকন তোমায় পড়তে হবে বীরের মত লড়তে হবে এই দেশটা গড়তে হবে।
রুগ্ন যারা শুক্নো রুটি চিবোই পথে রোজ ছন্নছাড়া সর্বহারার নিতেই হবে খোঁজ।
ওদের মুখে স্নিগ্ধ হাসি মুগ্ধ চাঁদের আলো পৌঁছে দিতে খোকন তুমি আলোর মশাল জ্বালো।