আহারে!গরম -পারভীন আকতার

আহারে!গরম -পারভীন আকতার

ইচ্ছে করে পুকুর নদীর জলে
ডুবে থাকি রাত দিন,
সবুজ শ্যাওলা জল ছলছলে
হারিয়ে দিক রুদ্র দিন।

বৃক্ষদেবীর পাতার আঁচলে নেই
ঝিরিঝিরি সেই হাওয়া,
গরম ভাপে পুড়ে ছারখার সবে
ছেড়েছে খাওয়া দাওয়া।

শরীরখানায় ঝরছে ঘাম সেথা
মাথা হতে পায়ের তালু,
কাপড় ভিজে ছোপ ছাপ ফেলে
বৃষ্টি নামুক জাঁকালো।

মাঝে মাঝে কালবৈশাখী ঝড়
এলোমেলো করে ভূ তল,
ঘুটঘুটে অন্ধকারে ভ্যাপসা গরম
হয় না তনু ঠান্ডা শীতল।

যেদিকে যাই আগুন ঝলসে
গরম গরম ভাবখানা,
টাকার গরম,জাতের গরম
কষ্টে মরছে জান খানা।