
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামরুল হাসান, মোঃ আলমগীর হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আহসান হাবিব, মোস্তফা কামাল ও মোঃ আক্তারুজ্জামান দায়িত্ব পালন করবেন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ হাসাদুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জিয়ারুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাহাব্বত হোসেন, মোঃ শাহিন হোসেন দায়িত্ব পালন করবেন।
এছাড়াও সদস্য পদে দায়িত্ব পালন করবেন মোঃ আসলাম উদ্দিন, আবু হোসেন সাইদ, শ্রী বিক্রম কুমার দাস, মোঃ রাশেদ আলী, মোঃ কাদের গনি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাদমান সাকিব, মোঃ ফারদিন হোসেন, মোঃ জিহাদ ও মোঃ হুরাইরা।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উপস্থিতিতে মেহেরপুর জেলা কমিটি স্বাক্ষরিত হয়। ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবেন।