ডিঙি নায়ে চড়ে খোকা যাবে মামার বাড়ি, মায়ের সাথে অভিমানে তাই ধরেছে আড়ি।
মুখখানা তার ভার দেখে মা কপালে দেয় চুম, খিলখিলিয়ে হাসে খোকা পেয়ে নরম উম।
ঝড় বাদলের সময় হলে আম কুড়াতে যাবে, কুড়ানো আম সবাই মিলে মজা করে খাবে।