ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাব—-মু. আলম হুসাইন

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে দ্বিতীয়বারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মু. আলম হুসাইন কে সংবর্ধনা দিয়েছেন তার নিজ কর্মস্থল করমদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দরা।

সোমবার দুপুরে করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে চেয়ারম্যান মু আলম হুসাইনকে, এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক শামিমা ইসলাম, আনজিরা খাতুন, নাজলিমা খাতুন, মিনকুল ইসলাম, কামরুন্নাহার, শওকত উসমান, আমিনুল ইসলাম, নিমছার আলী, বখতিয়ার রহমান, শামিমা খাতুন, আবুল কালাম আজাদ প্রমুখ।

বৈরি পরিস্থিতি সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে ভোট দিয়ে নির্বাচিত করাই ইউনিয়নবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মু আলম হুসাইন বলেন, আগামীতে ইউনিয়নবাসীর সুখে দুখে পাশে থেকে তাদের কল্যানে কাজ করে যাবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চশমা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন মু. আলম হুসাইন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে অনুষ্ঠিত (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মু. আলম হুসাইন।