ইচ্ছে করে মাকে আমার পাহাড়টা আজ দেবো। মায়ের আদর ভালোবাসা সবটুকু আজ নেবো।
ইচ্ছে করে মাকে দেবো সবুজ বনের ময়না। আরো দেবো সাতনরি হার সোনায় গড়া গয়না।
মাকে আমি দিতেই পারি একটি শীতল পাটি। বিনিময়ে আমি নিতেই পারি মায়ের মমতা খাঁটি।