ইলিয়ানা বিলিয়ানা – কবির কাঞ্চন

ইলিয়ানা বিলিয়ানা
হাসো আজি ষোলোআনা
পারো যদি গলা ছেড়ে
গেয়ে যাও গান,
ইলিয়ানা বিলিয়ানা
কালোমুখ আজ মানা
পারো যদি নেচে তুলো
খুশির তুফান।

ইলিয়ানা বিলিয়ানা
ছুটাছুটি নেই মানা
পারো যদি ছুটে যাও
দূর সীমানায়,
ইলিয়ানা বিলিয়ানা
ভার কেন মুখখানা
পারো যদি হারিয়ে যাও
ঐ নীলিমায়।

ইলিয়ানা বিলিয়ানা
অলিগলি সব জানা
পারো যদি বের হও
সুর চিনিতে,
ইলিয়ানা বিলিয়ানা
সবুজবাগে মেলে ডানা
ফুল পাখির কাছে যাও
সুখ কিনিতে।