মেহেরপুরে ইসলামী ব্যাংক এর উদ্যোগে ত্রাণ বিতরণ

 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পল্লী উন্নয়ন প্রকল্পের আওতাধীন করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে ক্ষতিগ্রস্থ ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দেশে চলমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংক সমূহের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ত্রাণ বিতরণ করা হয়।

মেহেরপুর ব্যাংকের শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান।

এসময় উপস্থিত ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন, তেল, মশলা, মাস্ক ও নগদ অর্থ সহ বিভিন্ন ভোগ্যপণ্য বিতরণ করা হয়।

এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার ম্যানাজার অপারেশন মাসুদ করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।