ঈদের খুশি রাশি রাশি এলো ত্রিশ রোজা শেষে, বাঁকা চাঁদ উঠলো হেসে নীল আকাশের দেশে।
আনন্দ আর উল্লাসে খুশি পাড়া-প্রতিবেশী, খুশির ছোঁয়ায় ভাসলো স্বদেশ ভাসলো দেশবাসী।