ফুল পাখিদের গানে গানে এলো খুশির ঈদ খোকার চোখে খুকুর চোখে খুশিতে নেই নিদ।
আকাশটা আজ রঙ ছড়িয়ে ভাসছে ঈদের আলোয় মন্দটাকে দূর করে আজ কাটুক সকল ভালোয়।
কোরবানির ঐ ত্যাগ মহিমা ছড়িয়ে সবার মনে। ঈদটা এলো মেঘের ভেলায় ফুল পাখিদের গানে।