উত্তপ্ত রাশিয়া, নাভালনির স্ত্রী গ্রেফতার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অননুমোদিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইউলিয়া নাভালনিয়াকে গ্রেফতার করা হয়।

সিএনএ জানিয়েছে, সারাদেশ থেকে পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ দাবি করেছে, করোনার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে এই বিক্ষোভ বেআইনি। সমাবেশের মাধ্যমে করোনার বিস্তার ঘটতে পারে।

গত সপ্তাহেও নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছিল। ওই সময় চার হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল।