উত্তেজনা বাড়িয়ে তুরস্ক ও গ্রিসের সামরিক মহড়ার ঘোষণা

পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের মালিকানা নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। তারই জের ধরে মঙ্গলবার পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস। তুরস্ক এই এলাকা থেকে অন্য জাহাজকে সরে যেতে বলে। এরপরই নৌ মহড়ার ঘোষণা দেয় গ্রিস।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়, ওই জলসীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুসন্ধানের সময় বাড়ানো হয়েছে। এ জন্য অন্য জাহাজকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে এই অনুসন্ধানকে বেআইনি বলে ওই অঞ্চলে নৌ মহড়া চালানোর কথা বলে গ্রিস।

উল্লেখ্য, তুরস্ক ও গ্রিস ন্যাটোর সদস্যভুক্ত দেশ। ক্রিট ও সাইপ্রাস দ্বীপের মধ্যবর্তী বিতর্কিত সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে এই দুই দেশ।

সূত্র: বিবিসি