
শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ঋণ খেলাপির মামলায় হরিণাকুণ্ডু উপজেলার এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমাবার মোছা: রিজিয়িা খাতুন নামে সহকারী শিক্ষক গ্রেপ্তার হয় এবং মঙ্গলবার বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত তার জামিন না মুঞ্জুর করে আদালতে প্রেরণ করেন।
মোছা: রিজিয়া খাতুন উপজেলার দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কন্যাদহ এলাকার গাজীপুর স্কুলপাড়ার নজরুল ইসলামের কন্যা।
মামলার এজাহার থেকে জানা যায়, শিক্ষক রিজিয়া খাতুন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: হরিণাকুণ্ডু শাখা থেকে নিজ প্রয়োজনে ঋণ গ্রহন করেন। এই পরিশোধে ব্যর্থ হয়ে গত ২০২২ সালের ৯জুন তারিখে টাকা পরিশোধের জন্য ৩,৯৯,৭০০/- (তিন লক্ষ নিরানব্বই হাজার সাতশত) টাকার চেক প্রদান করেন। সেই চেক ১৫জুন ২০২২ তারিখে হরিণাকুণ্ডু সোনালী ব্যাং থেকে ডিসঅনার করেন। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৬নভেম্বর তার অভিযোগ সন্ধ্যাতিত ভাবে প্রমানিত হওয়ায় ৫মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩লক্ষ ৯৯হাজার ৭শত টাকা অর্থদন্ডে দন্ডিত হয়।
এই অর্থ অনাদায় এবং আদালত অবমাননার দায়ে সোমবার তার নিজ বাড়ি থেকে হরিণাকুণ্ডু থানা পুলিশ রিজিয়াকে গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ আদালত তার জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।