এই হেমন্তে – আহমাদ কাউসার

 

বলেছিলে এই হেমন্তে
নিয়ে যাবে আমায়
সোনালী ধান যেখানেতে
মিষ্টি হাসি ছড়ায়।

পাখির ডাকে মুখর যেথায়
সকাল দুপুর সন্ধ্যা
বাগ-বাগিচায় রঙিন ফুল আর
ফোটে রজনীগন্ধা।

নদীর ধারে যাব আমি
নামব হাঁটুজলে
নিয়ে যাওনা তুমি আমায়
হেমন্ত যায় চলে।