একুশের চেতনা – সোমা মুৎসুদ্দী

 

সংগ্রামে ঐ জেগেছে একুশ
পলাশ রাঙা ফাগুনে
একুশ এলো ভাষার দাবিতে
গর্জে ওঠা আগুনে

একুশ মানে মায়ের ও মুখ
ভাষার কথা বলা
একুশ মানে দৃপ্ত পায়ে
রাজপথে পথ চলা

একুশ মানে দীপ্ত চেতনা
বাংলা ভাষার গান
একুশ হলো বর্ণমালা
শহীদ ভাইয়ের দান।

একুশ মানে ভাষার জন্য
জীবন দিলো ভাই
ভাষার জন্য এমন ত্যাগ
আর কোথাও নাই।