একুশ তুমি – মাহবুব-এ-খোদা

একুশ তুমি রক্তঝরা
ফাগুন হাওয়ায় ঝাঁপিয়ে পড়া
বাংলা মায়ের ভাষা,
পাকবাহিনীর নির্যাতনে
বীর বাঙালির তনু মনে
জেগে ওঠা আশা।

ছাত্রসমাজ তাঁতি-চাষা
রক্ষা করতে বাংলাভাষা
চরম আঘাত হানে,
তাইতো আজই কণ্ঠে গাওয়া
বছর ফিরে আবার পাওয়া,
রক্তরঙিন গানে।

রফিক, শফিক, সালাম, জব্বার,
বরকত ভায়ের তুলনা ভার
রাখবো সবাই প্রাণে,
করবো দোয়া সবার তরে
থাকে যেন প্রভুর বরে
স্বর্গ সুখের ঘ্রাণে।