একুশ – মাসুম বিল্লাহ

 

একুশ এলেই বাঙালির মন
শ্রোদ্ধায় ভরে ওঠে,
বাংলা হবে রাষ্ট্রভাষা
স্লোগান থাকে ঠোঁটে।

বায়ান্ন সাল অন্তর জুড়ে
আছে সবার গেঁথে,
ভাষার জন্যই জীবন দিতে
ছিলো তারা মেতে।

হৃদয় থেকে সবার দাবি
একটাই সেদিন ছিলো,
পাক বাহিনী নির্বিচারে
জীবন তাদের নিলো।

সালাম,রফিক,জব্বার সহ
ছিলো আরো কত,
তাজা রক্ত ঢেলে দিয়েও
হয়নি তারা নত।

রক্তে ছিলো রাজপথ ভেজা
কেউ থামেনি তবু,
জনম গেলেও তাদের কথা
ভুলবো না তো কভু।