একুশ মোদের আদর্শ – এম এ বাশার

একুশ মোদের আদর্শ
করি তাহার গুণগান,
একুশ মোদের পথচলার গতি
তাহার প্রতি জানাই সম্মান।
বাংলার জনতার মুখে ফুটে হাসি
একুশের তরে মাতৃভাষায় কথা বলে,
বিশ্বের বুকে গর্ব করে
আমরা বাঙালি জাতি।
জাতি ভেদাভেদ নেইতো রেস
কর্ম ভেদাভেদ নেইতো শেষ
দেহ মোদের একই রক্তে গড়া,
সবে মিলে তবে বাংলা ভাষায় কথা বলা
সবে মিলে তবে একুশ নিয়ে পথ চলা।
একুশের তরে রাজপথে যারা
বুকের তাজা রক্ত করে গেল দান,
তাদের প্রতি রইলো হাজারো সালাম।